রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

লাইভ নারায়ণগঞ্জ: গুরুতর অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আমিনুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স গণমাধ্যমকে বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবো না। শফিকুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তা অত্যন্ত গুরুতর। তাই আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

RSS
Follow by Email