শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01Led03জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

রূপগঞ্জে গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনা-গাজী-পাপ্পাসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: রুপগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকালীন দুর্বৃত্তদের গুলিতে শিক্ষার্থী রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে মামলায় ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে থানায় নিহতের খালা রিনা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত রোমান মিয়া রূপগঞ্জের চনপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। সে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মামলায় নামীয় আসামিরা হলেন,

১. শেখ হাসিনা (সাবেক প্রধান মন্ত্রী)(৭৭) পিতা-মৃত শেখ মুজিবুর রহমান মাতা- স্থায়ী: গ্রাম- ধানমন্ডি (ধানমন্ডি-৩২) , উপজেলা/থানা- ধানমন্ডি, জেলা -ঢাকা, বাংলাদেশ

২. ওবায়দুল কাদের (সাবেক সেতু মন্ত্রী)(৭২) পিতা-মোশারফ হোসেন মাতা- স্থায়ী: গ্রাম- রামপুর (বড় রাজাপুর, কোম্পানীগঞ্জ) , উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা -নোয়াখালী, বাংলাদেশ

৩. গোলাম দস্তগীর গাজী (সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-১,রূপগঞ্জ)(৭২) পিতা-মৃত গাজী গোলাম কিবরিয়া মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪. গোলাম মর্তুজা পাপ্পা(৪৪) পিতা-গাজী গোলাম দস্তগীর মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৫. এমদাদুল হক দালুল (গোলাম দস্তগীর গাজীর, পিএস)(৫২) পিতা-মন্টু মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- দরগাহ পাড়া (দরপাড়া) , উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৬. হাবিবুর রহমান হাবিব (সাবেক উপজেলা চেয়ারম্যান)(৫৫) পিতা-আব্দুর রাজ্জাক মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৭. মোঃ ফিরোজ ভূইয়া (গোলাম দস্তগীর গাজীর পিএস)(৫০) পিতা-দ্বীন ইসলাম মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৮. কামরুজ্জামান হিরা (গোলাম দস্তগীর গাজীর পিএস)(৫২) পিতা-আবুল কাশেম মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৯. এহসানুল হক কংকন (গোলাম দস্তগীর গাজী,র পি.এস)(৪৫) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- খিলগাঁও, উপজেলা/থানা- খিলগাঁও, জেলা -ঢাকা, বাংলাদেশ

১০. মিজানুর রহমান (সাবেক ভাইস চেয়ারম্যান)(৪৫) পিতা-মৃত হাজী আমান উল-হ মাতা- স্থায়ী: গ্রাম- নাওড়া, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১১. কামরুল হাসান তুহিন (সভাপতি রূপগঞ্জ উপজেলা যুবলীগ)(৪৮) পিতা-মত নূর মোহাম্মদ মাতা- স্থায়ী: গ্রাম- হোরগাও, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১২. মোস্তাফিজুর রহমান শাহীন (সাধারন সম্পাদক, যুবলীগ, রূপগঞ্জ, উপজেলা)(৪৫) পিতা-মৃত আব্দুল মজিদ মাতা- স্থায়ী: গ্রাম- পেরাব , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৩. আরিফুল ইসলাম ভূইয়া দুলাল (সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, রূপগঞ্জ উপজেলা)(৪৪) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: গ্রাম- মুড়াপাড়া, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৪. সাকিব হোসেন খন্দকার (সাধারন সম্পাদক স্বেচ্ছা সেবক লীগ, রূপগঞ্জ উপজেলা)(৪২) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৫. তোফায়েল আহাম্মেদ আলমাছ (চেয়ারম্যান, মুড়াপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ(৫৫) পিতা-নাসুরদ্দিন মুন্সী মাতা- স্থায়ী: গ্রাম- মাছিমপুর, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৬. জায়েদ আলী (চেয়ারম্যান কায়েতপাড়া ইউনিয়ন,রূপগঞ্জ)(৬০) পিতা-মৃত নোয়াব আলী মাতা- স্থায়ী: গ্রাম- পূর্বগ্রাম, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৭. নূরুল ইসলাম জাহাঙ্গীর (চেয়ারম্যান, দাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ)(৫৮) পিতা-মৃত ফিরোজ মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- জিন্দা, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৮. শেখ ফরিদ মাসুম (সাধারন সম্পাদক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ)(৩৫) পিতা-মঞ্জু ভূইয়া মাতা- স্থায়ী: গ্রাম- মাহমুদাবাদ, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৯. তানজির আহম্মেদ খান রিয়াজ (সভাপতি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ)(৩৩) পিতা-মৃত রবিউল আহমেদ মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২০. শমসের আলী খান(৪৫) পিতা-হাসমত আলী মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৩) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২১. শাহাবুদ্দিন(৪১) পিতা-মৃত মোঃ রফিক মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০২) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২২. জয়নাল(৩৫) পিতা-আব্দুল মান্নান মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৬) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৩. সেলিনা আক্তার রিতা(৩৬) পিতা-মোঃ আলী খাঁ মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৬) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৪. ফাহাদ আহাম্মেদ শাওন(২৮) পিতা-মৃত মতি চোরা মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক ০৩,) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৫. শহিদুল ইসলাম আগুন(৩০) পিতা-আলমগীর হোসেন মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০৩) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৬. রবিন(৩০) পিতা-মৃত আঃ মালেক মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৭. স্বপন বেপারী(৩৮) পিতা-মানিক বেপারী মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৮) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৮. জামাল(৪০) পিতা-মৃত মান্নান মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০৬) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৯. সাইজুদ্দিন(২৮) পিতা-বিল্লাল হোসেন মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৭) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩০. নাজমুল(৪২) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৩) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩১. সোহেল(২৯) পিতা-ছালাম মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০২) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩২. মোঃ আলী(৩০) পিতা-কালাচাঁন মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০২) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৩. রাব্বি(৩২) পিতা-মৃত সিদ্দিক মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৬) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৪. রাজীব(৩৮) পিতা-মৃত রাজু মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৮) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৫. উজ্জল(৩৪) পিতা-নূরু মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০৪) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৬. ফারুক ওরফে ফেন্সি ফারুক(৩৮) পিতা-মৃত বাদশা মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০২) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৭. কাবিলা(৩৫) পিতা-হানিফ মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০১) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৮. শাকিল(২৫) পিতা-আব্দুল মালেক মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক -০৬) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৯. হেলাল(৩৩) পিতা-শাহাজাহান মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৩) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪০. ফারুক প্রধান(৩৫) পিতা-আনোয়ার আলী মাতা- স্থায়ী: গ্রাম- গর্ন্ধবপুর, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪১. আল আমিন(২৭) পিতা-বাদশা মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০২, ) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪২. সায়েম(৩৫) পিতা-মিজান মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০১) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪৩. জামাল হোসেন কুট্রি ওরফে বোমা কুট্রি(২২) পিতা-মৃত খলিল সরকার মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৭) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪৪. সায়েম(২৫) পিতা-জালাল মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক নং-০৪) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪৫. সাব্বির(২৮) পিতা-জালাল মাতা- স্থায়ী: গ্রাম- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (ব্লক-০৪) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

RSS
Follow by Email