শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে গরম পানির ট্যাংকে পড়ে শ্রমিক আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ:রূপগঞ্জে ডাইং কারখানার গরম পানির ট্যাংকে পড়ে এক যুবক আহত হয়েছে। সোমবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো এলাকায় ডাইং কারখানা ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর শাহাবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত যুবকের নাম শরিফ মিয়ার (২৫)। রূপগঞ্জের কেশরাবো গ্রামের সিরাজুল হকের ছেলে। সে স্থানীয় শ্রমিক হিসেবে ডাইং কারখানায় কাজ করতেন।

তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান। তিনি জানায়,গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় শ্রমিক হিসেবে ডাইং কারখানায় কাজ করতে গিয়ে গরম পানি ভর্তি ট্যাংকে ডুবে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে আসে। পরদিন সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

RSS
Follow by Email