শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবীতে ‘জুটো ফাইবার’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে তারাবো পৌরসভায় প্রাচীনতম খেলার মাঠ রক্ষার দাবীতে স্থানীয় স্কুল,মাদরাসা,হেফজখানা ও কলেজসহ ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাবো পৌর বাজার এলাকায় সরকারি মাঠে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মাঠ রক্ষা ও বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান, সাবেক তারাবো পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী শামীম ভুঁইয়া, স্বেচ্ছাসেবক আসিফ ইকবাল, জনি ভুইয়া ও শিক্ষার্থীরা৷

মানববন্ধনে বক্তারা বলেন, তারাবো পৌর সভায় ৭ ও ৮ নং ওয়ার্ডের ৬০ হাজার বাসিন্দাদের একমাত্র খেলার মাঠ ছিলো। ঢাকাইয়া মসলিন প্রকল্পের পাশে ৮ বিঘা জুরে সরকারি জমিতে খেলার মাঠ। কিন্তু জুটো ফাইবার নামে তাদের অলাভজনক সরকারি প্রতিষ্ঠান গড়তে এলাকাবাসীকে মাঠ বঞ্চিত করে ইতোমধ্যে বালি ফেলে ভরাট করে নিয়েছে। এতে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর কোমলপ্রাণ সন্তানরা মাঠ বঞ্চিত হবে। অথচ ঢাকাইয়া মসলিন প্রকল্পটির অধীনে থাকা পর্যাপ্ত জায়গা অলস পড়ে থাকে। সরকার চাইলে সেখানেই তাদের নতুন প্রজেক্ট করতে পারেন৷

RSS
Follow by Email