শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে কিশোর গ্যাং ‘শ্রাবণ’র চার সদস্য আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় কিশোর গ্যাং এর চার সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. শ্রাবন (২১), মো. সিয়াম প্রধান (২২), মো. শাহেদ ভূঁইয়া (২২), মো. বিজয় (২৩)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, বৃহস্পতিবার তারাব এলাকা হতে ৪জনকে আটক করে যৌথবাহিনী। সেময় তারা অসুস্থ্য হয়ে পড়ায় তাদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটক তরুণরা কিশোর গ্যাং এর সদস্য। তাদের গ্রুপের নাম শ্রাবণ গ্যাং, রূপগঞ্জের তারাব এলাকায় এ গ্রুপ অপারেট করতো। আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

RSS
Follow by Email