মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. কামরুজ্জামান (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের ভাই মো. জহিরুল ইসলাম বলেন, একটি অটোরিকশা নিয়ে আমরা কয়েকজন রূপগঞ্জ মদনপুর এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় কামরুজ্জামান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

RSS
Follow by Email