শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের এক কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা যায়।

রবিবার (২৪ মার্চ) ভোর রাত সোয়া ৩ টার দিকে ভুলতা গাউছিয়া এলাকার এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, গাউছিয়া কাচাঁবাজারে প্রায় দেড়শোর অধিক বিভিন্ন ধরনের দোকান ছিল। এর মধ্যে হার্ডওয়্যার, টিনের দোকান, চাউলের গোডাউন, টায়ার টিউব, অটোমোবাইল, ঔষধের দোকান, ছোট ছোট কাচামালের দোকান, খাবারের দোকান রয়েছে। রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা খবর পেয়েছি ভোর রাত ৩টা ৩৫ মিনিটে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থালে যাই। মোট ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট মিলে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত প্রাথমিক অবস্থায় জানা যায় নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

RSS
Follow by Email