সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে এসআরবিজি কনস্ট্রাকশনকে ১ লাখ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তর অভিযানে এসআরবিজি কনস্ট্রাকশনকে নামের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) উপজেলার পূর্বাচল কাঞ্চন পৌরসভার জিন্দাপার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরির্দশক টিটু বড়ুয়া।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ)বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের সেই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়।

বায়ু দূষণ বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

RSS
Follow by Email