শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে এক ব্যাক্তি আটক, কার্তুজ ভর্তি ওয়ান শুটার উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত ডাকাত দলের সদস্য। সোমবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার, তিনটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত ব্যাক্তির নাম মিঠু ওরফে মিন্টু। সে হবিগঞ্জ জেলার সদর উপজেলার তিবিরপুর এলাকার জিল্লুর রহমান তালুকদারের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, ভোর সাড়ে তিনটার দিকে গোলাকান্দাইল মোরে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতরা পুলিশের অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মিঠু ওরফে মিন্টু নামের এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া ডাকাত মালেকসহ আরো কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত মিঠু ওরফে মিন্টুর সঙ্গে থাকা একটি ওয়ান শুটার, তিনটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

এই ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই শিহাব উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র এনে একটি মামলা দায়ের করেন। আর ওই মামলায় আসামি মিঠু ওরফে মিন্টু ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

RSS
Follow by Email