বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02রূপগঞ্জ

রূপগঞ্জে একটি কেন্দ্রে শুধু এক প্রার্থীর এজেন্ট!

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইজন চেয়ারম্যান প্রার্থী (আনারশ ও দোয়াত কলম) থাকলেও, বরপা প্রাথমিক বিদ্যালয়ে দেখা য্য়নি আনারশ প্রতীকের কোন এজেন্ট। পুরো কেন্দ্রটিতে শুধু দোয়াত কলম মার্কার এজেন্ট দেখা গেছে। মঙ্গলবার (২১ মে) সকালে সরেজমিনে ওই কেন্দ্রের ৮টি বুথ ঘুরে এই চিত্র দেখা গেছে।

জানা গেছে, এই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান (দোয়াত কলম প্রতীক) এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু হোসেন রানু (আনারস প্রতীক) নির্বাচন করছেন।

শুধু একজ প্রার্থীর এজেন্ট থাকার বিষয়ে দায়িত্বরত পোলিং এজেন্ট ও পুলিশ কর্মকর্তারা জানান, ‘আমরা সকাল থেকে ওই (আবু হোসেন রানু) প্রার্থীর কোন এজেন্ট দেখিনি।’ তাদেরকে বের করে দেওয়া হয়েছে কিনা? এমন প্রশেন্র উত্তরে তারা বলেন, ‘এমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। সকাল থেকেই আমরা এখানে, তাদের কাউকে আমরা দেখিনি।’

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন রানু বলেন, ‘সকাল থেকে এজেন্ট কেন আসেনি, সেটা আমি জানি না। এখন আমি এখানে এসেছি, এজেন্ট ঠিক করে দিয়ে যাচ্ছি।

RSS
Follow by Email