মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে উদ্ধার সেই লাশ সুজানার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। সে ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে সে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরুণীর লাশ শনাক্ত করেছে তার মা চম্পা বেগম। সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা। রাতে আর বাসায় ফেরেনি। গণমাধ্যমে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সাথে যোগাযোগ করে। তারা লাশটি সুজানার বলে শনাক্ত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় এক লেক থেকে তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে এসআই মো. জাহাঙ্গির লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের দেহে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

RSS
Follow by Email