বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

রূপগ‌ঞ্জে ইসলামী আন্দোল‌নের গণসমাবেশ অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগ‌ঞ্জে ইসলামী আন্দোল‌নের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার তারাব বিশ্বরোড চত্বরে তারাব পৌরসভা ইসলামী আন্দোলনের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী বলেন, বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রের নীতির সংস্কার করতে হবে, যা কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে গড়ে তোলা। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বৈষম্যের সমাধান সম্ভব নয়।

প্রধান বক্তা ও তারাব পৌরসভার সাবেক পদপ্রার্থী মুফতী শিব্বির আহমাদ তার বক্তব্যে বলেন, দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি শামসুল আলম খন্দকার বলেন, “যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করতে এটি অত্যন্ত জরুরি।

সমাবেশ তারাব পৌরসভার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ সারোয়ার হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানার সেক্রেটারি শফিকুল ইসলাম খোকন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা শাহ জাহান আল হাবিবী, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুফতি আল আমিন,ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি জসিমউদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ আজিজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ রমজান আলী

RSS
Follow by Email