শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজনীতি

রূপগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পুলিশের এক অভিযানে ফয়সাল আলম সিকদার ও তাইজুল নামের ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী। এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার পাঁচাইখা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃত ফয়সাল আলম সিকদার হলো উপজেলার দাউদপুরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তায়জুল হলো একই এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

লাইভ নারায়ণগঞ্জকে ওসি লিয়াকত আলী বলেন, ফয়সাল সিকদার ও তায়জুল কে এক রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email