সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুমায়িন (৫)। সে নেত্রকোনা জেলার মোমেন মিয়ার ছেলে। বর্তমানে ভায়েলা বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে ভায়েলা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত হুমায়িনের মা হালিমা বেগম কিডস স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে হুমায়িন তার মায়ের কাছে গেলে তাকে লাইব্রেরীতে বসতে বলেন। পরে সে লাইব্রেরীতে না বসে রাস্তায় উঠে দৌড় দিলে অপরদিক থেকে একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

RSS
Follow by Email