বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েফতুল্লারাজনীতি

রিয়াদ চৌধুরী বহিষ্কারের বিষয়ে কিছুই জানে না সভাপতি টিটু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার বিষয়ে কিছুই জানেনা সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম টিটু্। বুধবার (৭ আগস্ট) গনমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বহিষ্কারের প্রক্রিয়াকে সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘন ও ব্যক্তিগত আক্রোশজনিত। কাউকে বহিষ্কার করতে হলে অপরাধের সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করতে হয়। এছাড়াও সভাপতির উপস্থিতিতে তাকে না জানিয়ে এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া ভিত্তিহীন। এ ধরনের অসাংগঠনিক কার্যকালাপের মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার হুশিয়ারি দেন টিটু।

প্রসঙ্গত, এর আগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কারের আদেশ দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া। দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিকতা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

RSS
Follow by Email