রবিবার, মে ১৮, ২০২৫
Led01আদালত

রিয়াদ চৌধুরী দুইদিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: চাঁদাবাজির মামলায় ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক হায়দার আলীর আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

তিনি জানান, রিয়াদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে কোর্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর কিছুক্ষণ পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে আটক করে পুলিশ।

RSS
Follow by Email