বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led03ফতুল্লা

রিয়াদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি চেয়ে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবী করা হয়েছে মানববন্ধনে।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

ফতুল্লা বন্ধু মহল, ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফতুল্লা সমবায় মার্কেট, নৌ শ্রমিক, লালপুর ও আল আমিন বাগ পঞ্চায়েত কমিটিসহ সর্বস্তরের এলাকাবাসী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অংশগ্রহণকারীদের হাতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

বক্তারা বলেন, “৫ আগস্টের ঘটনার পর রিয়াদ ভাই আমাদের পরিবারের মতো আগলে রেখেছেন। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছেন। এমন একজন জনদরদী মানুষের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অন্যায়।” তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাদের মতে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জনসেবা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব মো. রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাওন ও মো. শহিদুল ইসলাম, বন্ধু মহলের উপদেষ্টা মো. সুজন, কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম চৌধুরী, পঞ্চায়েত কমিটির রেজাউল করিম, রফিকুল ইসলাম, আরিফুর রহমান জনি, সুরুষ মিয়া, মো. শাহ আলম, রবিউল শিকদার, জয়নাল আবেদীন প্রমুখ। তাদের বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর প্রতি সমর্থন এবং তাঁর মুক্তির জন্য জোর দাবি জানানো হয়। এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পক্ষে জনমত আরও জোরালো হলো বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

RSS
Follow by Email