রিমালের প্রভাবে ব্যস্ত নগরীতে স্থবিরতা, অধিকাংশ দোকানপাট বন্ধ
লাইভ নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যস্ততম নগরীতে স্থবিরতা বিরাজ করছে। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঝড়ো বাতাসে নগরবাসী কুপোকাত হয়ে আছে। অন্যান্য সময়ে নগরীর যে সকল ব্যস্ততম মার্কেটগুলোয় কেনাকাটার জন্য ভিড় লেগে থাকে সেখানে বেশির ভাগ দোকান এখন বন্ধ রয়েছে। যারা সকাল থেকে দোকান খুলে বসেছিলেন তারাও দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছেন।
সোমাবার (২৭ মে) নগরীর বেশ অঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ফুটপাথে পথচারীদের তেমন চলাচল নেই। মার্কেটের বেশির ভাগ দোকান-পাট বন্ধ। যারা এতক্ষণ দোকান খুলে বসেছেন তারাও সব গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দোকানিদের সাথে কথা হলে তারা জানান, সকাল থেকে তারা দোকান খুলে বসে আছেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কোন ক্রেতাদের দেখা নেই। এছাড়াও বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। যখন কোন কেনাবেচা হচ্ছে না, তাই সকলে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশজুড়ে অঞ্চলে বৈদ্যুতিক খুটি পড়ে যাওয়া, সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষসহ নানা রকমের দুর্ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ শহরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সাথে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ডিপিডিসি বলছে, ঝড়ের প্রবণতা কমলে বিদ্যুতের সমস্যার সমাধান সম্ভব হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় রিমাল বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বিস্তার লাভ করেছে। ফলে রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপে প্রভাব মঙ্গলবারও (২৮ মে) থাকতে পারে।