রিপন টেক্সটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: রোলারের ধাক্কায় প্রাণ গেল তরুণের
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে রিপন টেক্সটাইল মিলে শনিবার (৩ মে) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় অবস্থিত রিপন টেক্সটাইল মিলে নেট তৈরির মেশিনে কাজ করার সময় হঠাৎ মেশিনের ঘূর্ণায়মান রোলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রবিউল। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে, ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।