রিপন ও পাপ্পুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রিপন সরকারকে আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেদোয়ান হোসেন পাপ্পুকে সদস্য সচিব করে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাষ্টার, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসেন (সুহিন), ইঞ্জি. শামসুল আলম, লুৎফর রহমান রাসেল, মো: আশরাফুল ইসলাম, মো: শহিদুল্লাহ প্রধান সেলিম, মো: মনোয়ার বিন রশিদ (কর্ণেল অব.), সদস্য রবিউল ইসলাম বাবু (দপ্তরের দায়িত্বে), মো: আল আমিন, জাহিদুল ইসলাম ইকবাল, আল আমিন শেখ, মো: ইব্রাহিম খলিল, মো: মিজান, মো: ইউসুফ মোল্লা স্বপন, খাজা মহিউদ্দিন হীরা, মো: মিরাজ, মো: মনির হোসেন, মো: রিয়াজ উদ্দিন, মো: জাহিদুল ইসলাম রনি,
সোহাগ মিয়া, মো: সফিকুল ইসলাম প্রিন্স, মো: সুমন মিয়া, মো: নূরুল ইসলাম খান, মো: রাজু আহম্মেদ, মো: আল আমিন জমাদ্দার, ইঞ্জি. রাসেল পাটোয়ারী ও মো: শাহ আলম।
নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পু জানান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ভাই ও সংগ্রামী সদস্য সচিব মমিনুর রহমান বাবু ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের প্রতি আস্থা রাখার জন্য। আমরা সকল ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা কোন ভাইয়ের রাজনীতি করতে চাইনা। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম পরিচালনা করে বিএনপিকে শক্তিশালী করতে বদ্যপরিকর।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার বলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষনার মধ্য দিয়ে তৃনমূলের দীর্ঘ প্রতিক্ষার প্রতিফলন হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা রেখে যে, পবিত্র দায়িত্ব অর্পণ করেছে আমরা তা পালনে অঙ্গীকার বদ্ধ। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে কাজ করব