শনিবার, মে ১০, ২০২৫
Led02রাজনীতি

রাস্তাঘাট পরিষ্কার করলেই হবে না, সরকারি দপ্তরগুলোতেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে হবে। শহরের আশেপাশের খাল, পুকুরগুলো দখলমুক্ত রাখতে হবে। শুধু শহর ক্লিন করলেই হবে না, শহরের উপকণ্ঠে গড়ে ওঠা নতুন আবাসন প্রকল্পগুলোতেও নজর দিতে হবে। খাল, পুকুর ও জলাশয়গুলো যেনো ভরাট বা দখল না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

শনিবার (১০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শুধু রাস্তাঘাট পরিষ্কার করলেই হবে না। সরকারি দপ্তরগুলোতেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। হসপিটাল, ভূমি অফিস, পাসপোর্ট অফিসসহ সব সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করতে হবে। মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এই কর্মসূচি যেনো একটি স্থায়ী কর্মসূচিতে রূপ নেয়। এটি যেনো কোনো জায়গায় মুখ থুবড়ে না পড়ে। তাহলে এই পরিশ্রম বৃথা যাবে। আমরা এই কর্মসূচির অংশীদার হতে চাই। দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সে ক্ষেত্র আমাদের তৈরি করে দেখাবেন (ডিসি)। আমরা অংশগ্রহণ করতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহর এখন ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। শুধু শহরের ভেতরে ক্লিনিং কার্যক্রম করলে হবে না। আশপাশের উপজেলাগুলোতেও একইভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে। এই কর্মসূচি যেনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থাকে। আমরা সবাই চাই, নারায়ণগঞ্জ একটি বাসযোগ্য শহরে পরিণত হোক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম।

RSS
Follow by Email