মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03রাজনীতিসদর

রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় রাসেল হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছিল।

পিবিআই জানায়, তদন্তে প্রমাণ পাওয়ায় এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি আরও ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল এবং অয়নের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জন।

RSS
Follow by Email