রাসুলের আদর্শই রাষ্ট্রে ভারসাম্য আনবে: এবিএম সিরাজুল মামুন
লাইভ নারায়ণগঞ্জ: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, একমাত্র মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই একটি রাষ্ট্রে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। তিনি বলেন, আল-কুরআনের আলোকে রাসুল (সা.) যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তা সকল প্রকার বৈষম্য দূর করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এনসিসি ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা চৌরাস্তায় খেলাফত মজলিসের বন্দর ২০নং ওয়ার্ড শাখার উদ্যোগে “আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় নবী ﷺ এর ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজুল মামুন আরও বলেন, রাসুল (সা.) আল্লাহর প্রতিনিধি হিসেবে মদিনায় যে রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেখানে মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একই সঙ্গে একজন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা এবং রাষ্ট্রনায়ক ও সমরনায়ক হিসেবে ভারসাম্যপূর্ণ নেতৃত্ব দিয়ে মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।
তিনি জানান, খেলাফত মজলিস রাসুল (সা.) ও খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি বিশ্বাস করেন, এই আদর্শ বাস্তবায়িত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে এবং জাতিকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের নিপীড়ন থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে।
খেলাফত মজলিসের বন্দর ২০নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, বন্দর থানা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি জাহিদ হাসান, মুফতী আবু হানিফ, সদর থানা নির্বাহী সদস্য ফারুকুল ইসলামসহ অনেকে।