শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে না.গঞ্জ মহানগর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

লাইভ নারায়ণগঞ্জ: রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর থানার মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হোসিয়ারি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, আমরা বিএনপি পরিবার‘র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, মো: আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনিপর কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কর্মশালায় মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের ২শ’৫০জন নেতা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তারেক রহমান বলেন, এখানে যারাই আছেন প্রত্যেকের নামে একটি করে হলেও গায়েবি মামলা রয়েছে। এত অত্যাচার-নির্যাতন সহ্য করে জেল খেটেছেন আপনারা, অনেক কষ্ট করেছেন। কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে আপনাদের সকল কষ্টে পানি ঢেলে দেবে। আপনারা এতদিন কষ্ট করেছেন। কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সকল কষ্টে পানি ঢেলে দিচ্ছে। কেন তাদের সেই সুযোগ দেবেন আপনারা। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে। আপনাদেরও বুঝতে হবে কী করলে জনগণ আপনাকে আরও পছন্দ করবে। আপনার অধীনে অনেক নেতাকর্মী থাকবে। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের দুষ্ট বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয় তেমনি দলের ভেতরও দুষ্টরা আছে, থাকতে পারে। আমাদের এই দুষ্টদের টাইট দিয়ে রাখতে হবে। তারা হয়ত দলের অনেক ক্ষতি করে ফেলছে। টেক ব্যাক বাংলাদেশের প্রথম লক্ষ্য দেশের মানুষের সহযোগীতায় দেশের গণতন্ত্রকামী দলগুলো স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের মাথা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত ১৬ বছর তারা নিজেদের আখের গোছাতে ভিনদেশের তাদের প্রভুকে খুশি করতে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। আমাদের দল যাতে এই মহানগরীতে একটি শক্তিশালী, সুসংগঠিত দল হিসেবে তৈরী হয় সেই লক্ষে কাজ করবো। আমরা সকল অন্যায়-অবিচারে বিরুদ্ধে গিয়ে নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকবো। একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারি সেই লক্ষে আমরা কাজ করবো।

মহানগর বিএনপির সদস্যসচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে বিএনপির সহ বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চায়। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমরা সেটা করব না। আমরা আর জনগণের রাষ্ট্র গঠন করতে চাই জনগণের বিপদ-আপদে পাশে থাকতে চাই। বাংলাদেশের জনগণের পাঁচটি মৌলিক অধিকার আমরা সুরক্ষা করতে চাই। বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র আছে সে চরিত্র মুছে ফেলে জনগণের পাশে সেবক হিসাবে দাঁড়াতে চাই।

RSS
Follow by Email