রায় ঘোষণার পর পরই পুলিশের জালে খুনি
লাইভ নারায়ণগঞ্জ: টিস্যু বিক্রেতা বেলাল হোসেন হত্যা মামলার রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মানিক মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে এক আসামির মৃত্যুদণ্ড এবং অপর দুজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর পরই পুলিশ মানিক মিয়াকে গ্রেপ্তারের জন্য তৎপর হয় এবং তাকে ভোরে মিজমিজি এলাকা থেকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সানারপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বেলাল হোসেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।