রবিবার, মার্চ ৩০, ২০২৫
Led01পরিবহন

রাতে যানজটের দেখা মিললেও দিনে ভিন্ন চিত্র মহাসড়কে

# টুকটাক আছে তবে অতিরিক্ত যানজট নাই: ওসি
# কেউ যাতে কোন অনিয়ম করতে না পারে, সেই চেষ্টা করছি: ম্যাজিস্ট্রেট

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দেশের অন্যতম প্রধান এই সড়ক দিয়ে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে জনসাধারণ। তবে ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সরেজমিন দিনের আলোতে ভিন্ন চিত্র দেখা যায়। রাতে আধারে যানজট থাকলেও দিনের আলো তার কোন বালাই দেখা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, সানারপাড়, শিমড়াইল, চিটাগংরোড, কাচঁপুর ও সোনারগায়ে সাভাবিক যান চলাচল করতে দেখা গেছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনাসহ হাইওয়ে পুলিশের তৎপরতা দেখা গিয়েছে।

সাধারণ যাত্রীরা জানায়, ঢাকা থেকে আসতে একটু যানজট পোহাতে হয়েছে তবে এমনি রাস্তায় কোন যানজট নাই। সব দিক থেকে পরিস্থিতি মোটামুটি। ভাড়া আগের মতোই আছে, তবে লোকাল গুলো বাড়িয়ে নিচ্ছে ভাড়া। আশা করি ভালোভাবে পৌছাতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে আরেকটু জোরদার করতে হবে। এখন অব্দি রাস্তায় কোন জ্যাম পাইনি, আশা করি ঠিক মতো পৌছাতে পারবো।

টিকিট কাউন্টারের স্টাফ ও বাসের চালকরা জানায়, লোক আগের তুলনায় কম। ভাড়া ঠিক মতোই নিচ্ছি। অতিরিক্ত কোন টাকা আদায় করা হচ্ছে না। তবে লোকাল বাস গুলো একটু ভাড়া বেশী চাচ্ছে। রাস্তায় তেমন কোন যানজট নাই। কিছু কিছু জায়গায় অটো রিক্সার জন্য যানজট সৃষ্টি হয়।

কাচঁপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্ট (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আগের মতোই স্বাভাবিক আছে। কোন যানজট নাই। টুকটাক আছে তবে অতিরিক্ত যানজট নাই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির জানায়, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কেউ যাতে কোন অনিয়ম করতে না পারে। সেই চেষ্টা করছি। যাতে কেউ ভুল রোডে ঢুকতে না পারে।

RSS
Follow by Email