শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02Led03জেলাজুড়ে

রাতে নারায়ণগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকস্প অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার ৪১ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ভূকম্পন শুধুমাত্র ঢাকা ছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা সাধারণত হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়।
এর আগে ৬ সেপ্টেম্বর রাতে রংপুর ও আশপাশের এলাকাগুলোতে মৃদু ভূকম্পন হয়েছিল, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা নারায়ণগঞ্জে কোথাও থেকে কোন ধরণের দুর্ঘটনার খবর পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কথা শুনেছি।

RSS
Follow by Email