শনিবার, মে ২৪, ২০২৫
রাজনীতি

রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবিতে যুব বাঙালির বিবৃতি

লাইভ নারায়ণগঞ্জ: ফ্যাসিবাদী বিরোধী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে যুব বাঙালি। শুক্রবার (২৩ মে) সংগঠক শরিফুল ইসলাম হৃদয়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ছাত্র-যুবসমাজের সাহসী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজনের অংশগ্রহণ এবং ত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যকে সম্মুন্নত রাখতে জাতীয় সরকারের বিকল্প নেই। গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত যেসব রাষ্ট্রীয়, সামাজিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে সে সবের কোথাও শ্রম-কর্ম-পেশার সাধারণ জনগণকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। অথচ সাধারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানকে সফল করেছিলো। আমরা আরো দেখছি যে, অনেকেই গণঅভ্যুত্থানকে নিজেদের সাফল্য দাবি করার ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত। এক্ষেত্রে যুব বাঙালির স্পষ্ট বক্তব্য, দেশটা যেমন কারো বাপের ছিলো না, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানও কারো একার সাফল্য নয়। চব্বিশের গণঅভ্যুত্থান এদেশের শ্রম-কর্ম-পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৯ মাসে সামাজিক কর্মকাণ্ড ও দেশ পরিচালনায় শ্রম-কর্ম-পেশার জনগণকে অংশগ্রহণের সুযোগ না দেয়ায় তারা এক রকমের হীনমন্যতায় ভুগছেন; যা কিনা এদেশের জনগণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখেছিলো।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেভাবে সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেবলমাত্র আওয়ামী লীগের সরকার গঠন করা হয়েছিলো, ঠিক সেভাবেই চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্দিষ্ট কিছু মহল রাষ্ট্র ক্ষমতার একক ভাগিদার হয়ে বসেছে। তারই অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তড়িঘড়ি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যেতে রাজনৈতিক দল গঠন করার প্রবণতা জনগণকে চূড়ান্ত হতাশায় নিমজ্জিত করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পর্যায়ে যে আমূল পরিবর্তনের আশা করা হয়েছিলো তার বিপরীতে ব্রিটিশ-পাকিস্তানী ঔপনিবেশিক আমলের পুরনো রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা টিকিয়ে রেখে ক্ষমতার স্বাদ নেয়ার প্রচেষ্টায় রয়েছে বিভিন্ন পক্ষ। এদের মাঝে অনেকেই অন্তবর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে যথোপযুক্ত সহযোগিতা করছে না। বরং নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংস্কার প্রক্রিয়াকে ভেস্তে দেয়ার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।

দেশের সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, একাত্তরের সশস্ত্র সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়নের বড় বাধা ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা। শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থাই পারে দেশকে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি দিতে। সেই পথে অগ্রসর হতে অবিলম্বে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও রাজনৈতিক প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গড়ে তোলাই এখন সময়ের দাবি।

RSS
Follow by Email