বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Led04রাজনীতি

‘রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই জুলাই ঘোষণাপত্র তৈরী হোক’

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জুলাইতে যে একটি গণবিপ্লব হয়েছে এটা যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায়। তাহলে শহীদ ও আহতদের পরিবারের প্রত্যেকেই নিরাপত্তা ঝুকিতে পড়বে। আমরা চাই সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরী হোক।’

বুধবার (৮ জানুয়ারি) নগরীর চাষাঢ়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ ও গনসংযোগ কমসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় গণসংযোগকালে এক বক্তব্য এ কথা বলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

কর্মসূচির বিষয়ে তিনি আরও বলেন, ‘গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্রের দাবী জানিয়েছিলাম। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিলো যে- রাষ্ট্রিয় ভাবেই ঘোষণাপত্র রচিত করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখিনাই। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎ ভাবে এই কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে সারাদেশে একটি জনমত ও গনজোয়ার তৈরী হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে।
তিনি আরও বলেন, আমাদের এই কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এই গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন টিম এই কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌছে দিতে চাই।

RSS
Follow by Email