রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led01রাজনীতি

রাজনীতি মানে মানুষের সুখ-দুঃখগুলো উপলব্ধি করা: অধ্যাপক মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা’ প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রায় ২৫০০ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম সফলভাবে শেষ হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে যারা চিকিৎসা নিয়েছেন, প্রত্যেকের জন্য এক সপ্তাহের ওষুধ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প থেকে সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হলো মানুষের কাছে থাকা, পাশে থাকা ও তাদের সুখ-দুঃখগুলো উপলব্ধি করা। তাই জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা এই মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করেছি।”

অধ্যাপক মাহমুদ আশা প্রকাশ করেন, “আমরা আশা করছি, এসব সামাজিক কার্যক্রমগুলোর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ বার্তা প্রচার হবে যে, রাজনীতি মানে হলো মানুষের সেবায় নিজেকে বিলীন করে দেওয়া।”

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন।

স্থানীয় বাসিন্দা জুলেখা বলেন, “দুই দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আমরা সিদ্ধিরগঞ্জ এলাকার খেটে খাওয়া ও গরিব মানুষ এখানে এসেছি। প্রত্যেক বিভাগের ভিন্ন ভিন্ন ডাক্তার থাকায় আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে পেরেছি।”

চর্মরোগের চিকিৎসা নিতে আসা সুমন বলেন, “আমি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলাম। আজকে এই মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসা এবং বিনামূল্যে এক সপ্তাহের ওষুধ পেয়েছি, যা আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক স্বস্তির।”

RSS
Follow by Email