রাজনীতি ছাপিয়ে মানবতায় টিপু, নিজ হাতে পথশিশুদের দিলেন খাবার
লাইভ নারায়ণগঞ্জ: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নারায়ণগঞ্জের পথশিশুদের মুখে হাসি ফোটাতে নিয়মিত কাজ করে যাচ্ছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু-আল ইউসুফ খান টিপু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় রেলস্টেশনে এক ব্যতিক্রমী আয়োজনে তিনি শিশুদের হাতে তুলে দেন উন্নতমানের খাবার। তিনি বলেন, ‘এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং আমাদের দায়িত্ব। সবাই এগিয়ে আসলে তারা অপরাধ থেকে দূরে থেকে একটি সুস্থ ও সুন্দর জীবন পাবে।’
অ্যাডভোকেট টিপু জানান, তিনি প্রতি শুক্রবারই পথশিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, ‘আমি চাই প্রতিদিনই যেন তাদের মুখে হাসি ফোটাতে পারি। সমাজে তারা যেন অবহেলিত না হয় এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
তিনি সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সামান্য সহায়তা তাদের জীবনকে বদলে দিতে পারে। যদি আমরা তাদের জন্য এগিয়ে আসি, তবে তারা মাদকাসক্তি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়তে পারবে।’
এই মানবিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে ১২, ১৩, ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।