রাজধানীতে সাবেক কাউন্সিলর মতি ও ছেলে বাবুই গ্রেপ্তার, আদালতে প্রেরণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫) ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে এই তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মাজহারুল ইসলাম।
ভাটারা থানার ইন্সপেক্ট (তদন্ত) মোহাম্মদ সুজন হক বলেন, আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে না। আমরা তাদের নিদ্রিষ্ট একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি। তবে তদন্ত সুবাদে আমরা এই মুহুর্তে বিস্তারিত প্রকাশ করতে পারবো না।