মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

রাজধানীতে মামুন মাহমুদের তাক লাগানো শো ডাউন

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকায় বিএনপির জনসমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে তাক লাগানো শো ডাউন করেছেন দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

বেগম খালেদা জিয়ার নি:শর্তে মুক্তি ও অবৈধ সরকারের পদ ত্যাগের দাবিতে ওই সমাবেশের আয়োজিন করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২ টায় অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ওই সমাবেশে যোগদান করেন।

এর আগে, সকাল ১১টা থেকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন এর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নিয়ে নটরডেম কলেজের কালভার্ট মোড় এলাকায় জড়ো হতে থাকেন।

পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেন তারা। নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো ঢাকার রাজপথ।

RSS
Follow by Email