সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Led02সদর

রাজউকের হুঁশিয়ারি: না.গঞ্জেও চলবে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান

# কোনো প্রভাবশালীও ছাড় পাবে না: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: বাসযোগ্য নগরী নির্মাণের অঙ্গীকার নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এই অভিযানের আওতায় নারায়ণগঞ্জও থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) খানপুরে রাজউকের নবনির্মিত আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনকালে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নিয়মের বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণাধীন ভবনে কোনো অনিয়ম পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এমনকি কোনো প্রভাবশালী মহলকেও না।”

চেয়ারম্যান জানান, সারাদেশে এই অভিযান চলমান থাকবে। বসবাসের উপযোগী একটি নিরাপদ নগরী গড়ে তোলাই রাজউকের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, বিগত সময়ে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সাথে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজউক সর্বদা নাগরিকদের সেবা দিতে প্রস্তুত এবং একটি বাসযোগ্য ও নিরাপদ নগরী গঠনে বদ্ধপরিকর। তিনি নাগরিকদেরও নিয়ম মেনে ভবন নির্মাণ করে রাজউককে সহযোগিতা করার অনুরোধ জানান।

এ সময় অনুষ্ঠানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক চেয়ারম্যানের এই কঠোর বার্তা নারায়ণগঞ্জের ভবন নির্মাণকারী মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারি কতটা বাস্তবায়ন হয়।

RSS
Follow by Email