বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05পরিবহন

রবিবারের হরতাল প্রত্যাহার করলো যাত্রী অধিকার ফোরাম

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে রবিবারের ডাকা অর্ধ বেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল প্রত্যাহারের কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এর আগে, শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পরিবহনের ভাড়া ৪৫ টাকা আমরা নির্ধারণ করতে পারছি না। পরিবহন মালিকদের থেকে দাবি ছিল আমরা এটা পোষাতে পারবো না। আমি বলেছি দুই মাস যাওয়ার পর বিরাটির সাথে মিটিং করা আমরা আবার বসবো, আপনাদের কি লাভ হয়। যাত্রীদের কথা চিন্তা করে শহরের বাস স্ট্যান্ড থেকে ঢাকায় জিরো পয়েন্ট পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হলো। আজকেই এই প্রজ্ঞাপন জারি করবো। পরিবহন মালিকদের বলবো, আগামী সোমবার থেকে এই ভাড়া কার্যকর করবেন। যেকোন স্ট্যান্ড সেটি চাষাড়া, শিবু মার্কেট যে স্থান থেকে হোক ভাড়া ৫০ টাকা হবে। বাস ভাড়া কামানোর দাবিতে যাত্রী অধিকার একটি কর্মসূচী ঘোষণা করেছেন। তাদের অনুরোধ করবো, ৫০ টাকা নির্ধারণ করলাম। এটি মেনে নিয়ে আগামীকাল অর্ধবেলা হরতালের যে ঘোষণা দিয়েছে সেটি তারা আজ প্রত্যাহার করবেন। আশাকরি, যাত্রী অধিকার ও বাস মালিকদের যে দাবি তা আজকের ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি হবে।

পরবর্তীতে, সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এসময় সংগঠনটির আহ্বায়ক আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, আগামীকালের হরতাল আমরা প্রত্যাহার করেছি।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’কার্যকর না হলে ১৭ নভেম্বর অর্ধ বেলা হরতালের ডাক দেয় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়। এ নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে গণসংযোগ, সভা-সমাবেশ, মশাল মিছিল করে আসছিল সংগঠনটির সদস্যরা।

RSS
Follow by Email