রঙ বাংলাদেশে নারীত্বের আবহ
লাইভ নারায়ণগঞ্জ: নারী ও পুরুষ দুইটি আলাদা জীব হলেও মনুষ্যত্বের দিকে কোন ভেদাভেদ নেই। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই নারীর অবদান আমাদের সমাজে অনস্বীকার্য। নারীর এই অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে নারী দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশেই নারীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে নানান আয়োজন করা হয়।
ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ সবসময়েই নারীদের প্রতি শ্রদ্ধা জানায় তাদের সৃজনে, ডিজাইনে, পোশাকের আয়োজনে। কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণ করে নারীর অবদান।
বেগুনি রংকে ধরা হয় নারী দিবসের প্রতীক হিসেবে। মূলত এই বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। নারীরা ঠিক সূর্যের অতিবেগুনি রশ্মির মতো শক্তিশালী। রঙ বাংলাদেশ এর ওয়েবসাইট (www.rang-bd.com), ফেসবুক পেজ (www.facebook.com/rangbangladesh) ও আউটলেটে থাকবে নারী দিবসের আয়োজন।
রঙ বাংলাদেশ এর প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্যে নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, কুর্তি, টপস্, ব্লাউজ, মাস্ক, গহনা, মগ, ব্যাগ। এছাড়া আরো রয়েছে জুয়েলারী ও নানা রকম উপহার সামগ্রী। রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন চমৎকার এই নারী দিবস সংগ্রহ। তাই
আজই কিনুন নিজের এবং প্রিয়জনের জন্য নারী দিবস এর পোশাক – হোক সে প্রেমিকা, স্ত্রী, মা, কন্যা বা
অন্য কোন আপনজন।
অনলাইনে অর্ডার করা রঙ বাংলাদেশ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌছে যাবে আপনার ঘরে। যেকোন প্রয়োজনে ফোন বা হোয়াটসঅ্যাপে আছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।