শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led01জেলাজুড়ে

রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত: ডিসি জাহিদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: এক ফোঁটা রক্ত, একটি জীবন—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো এক মহৎ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় এই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়। অসুস্থ ও মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে এবং মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মেলে।

সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বেই জেলা প্রশাসক নিজেই রক্তদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এবং উপস্থিত সকলকে এই মহৎ কাজে উৎসাহিত করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, যিনিও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে শুধু রক্তদানই নয়, ব্লাড গ্রুপ নির্ণয়েরও ব্যবস্থা ছিল। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ—সকলের অংশগ্রহণে পুরো এলাকা যেন মানবিক এক মিলনমেলায় পরিণত হয়। এই কর্মসূচির মাধ্যমে সংগৃহীত রক্ত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে সরবরাহ করা হবে, যা ভবিষ্যতে বহু মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।” তিনি আরও বলেন, একজন সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর রক্তদান করতে পারেন, এতে তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। বরং নিয়মিত রক্তদান নানা শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে। তিনি সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

RSS
Follow by Email