রবিবার, জুলাই ৬, ২০২৫
Led03অর্থনীতি

যে সিরিয়ালে মনোনয়নপত্র গ্রহণ করেছি, ঠিক সেভাবেই বাছাই করবো: সানি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) আসন্ন পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ নির্বাচনের জন্য মোট ৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। শনিবার (৫ জুলাই) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এই তথ্য নিশ্চিত করেছেন।

আনিসুল ইসলাম সানি জানান, আগামী ৮ জুলাই, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী স্বয়ং অথবা তার প্রস্তাবকারী বা তার সমর্থককারী যেকোনো একজন উপস্থিত থাকতে পারবেন।”

বাছাই প্রক্রিয়ার নিয়মাবলী সম্পর্কে তিনি আরও ব্যাখ্যা দেন, “যে সিরিয়ালে আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি, ঠিক সেভাবেই আমরা মনোনয়নপত্র বাছাই করবো। কেউ যদি সিরিয়াল অনুযায়ী আসতে না পারে বা উপস্থিত না থাকে, তাহলে তাকে শেষে আসতে হবে। কেউ আগে জমা দিয়েছে বলে আগে পাওয়ার সুযোগ নেই, যদি না সিরিয়ালের সময় উপস্থিত থাকে।”

RSS
Follow by Email