যেখানে মাদকের ব্যবসা বেশি চলে সেখানের পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জ মাদকের সয়লাব হয়ে গেছে। এই মাদকের অভিশাপ থেকে ছাত্র-যুবকদের মুক্ত করতে হবে। প্রশাসনের মধ্যে বসে অনেকে মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে কাজ করে। যে এলাকায় মাদকের ব্যবসা বেশি চলে সেই এলাকায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ইচ্ছা করলে মাদক অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সেখানে দেখা যায়, যারা মাদকের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে পুলিশ যায়। তারা মাদক ব্যবসায়ীদের ছাড় দেয় কারণ সেখান থেকে অর্থ পায়।
আমরা চাই প্রতিটি থানায় যেন ছেলেমেয়েরা লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। প্রতিটি থানা এলাকায় একটা করে সরকারিভাবে খেলার মাঠ করে দিতে হবে। খেলাধুলা করলে মোবাইল এবং নেশার আসক্ত থেকে ছাত্র-যুবকরা বেঁচে থাকবে।’
সোমবার (১৯ মে) সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গিয়াসউদ্দিন।
তিনি আরও বলেন, শুধু ফেসবুকে বক্তৃতা বা ছবি দিলে মানুষ আপনাকে ভালোবাসবে না। মানুষের আস্থা জোগাতে তাদের জন্য কাজ করতে হবে। তাই আমরা কিছু কর্মসূচি রাখছি।নারায়ণগঞ্জে কোন মেডিকেল কলেজ হাসপাতাল নেই। নারায়ণগঞ্জের থেকেও বেশি অর্থবৃত্ত বা বৈদেশিক মুদ্রা অঞ্চলের নারায়ণগঞ্জ থেকে এগিয়ে নয় এমন অঞ্চলেও মেডিকেল কলেজ আছে। অবিলম্বে আমাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল করতে হবে। নারায়ণগঞ্জ একটি টেক্সটাইল জোন হলো এখানে কোন টেক্সটাইলের কলেজ নেই। ছেলেমেয়েদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য একটা টেক্সটাইল কলেজ লাগবে। ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, ডিএনডির জলাবদ্ধতা বহুদিনের। গডফাদার বিগত দিনে হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়েছে আর মিথ্যা বলেছে। যদি সে ডিএনডি মনে থাকে তাহলে সে গুলো চুরি করে খেয়েছে, যদি টাকা না এনে থাকে তাহলে সে একজন মিথ্যাবাদী ফ্রড, বাটপার। বর্তমান প্রশাসনের সরকারের কাছে দাবি করছি ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করতে হবে। নারায়ণগঞ্জে যানজট নিত্য দিনের সমস্যা এটিকে সমাধান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচার ধ্বংস করে গেছে। অপদার্থ-অযোগ্যদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লুটপাট করেছে। আমরা চাই যারাই লুটপাট করে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেকোনো মূল্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। এলাকায় কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে। সেখানে গণতন্ত্রের চর্চা নেই, একই কমিটি বসে আছে। প্রশাসনের কাছে দাবি সেখানে যোগ্য ব্যক্তিদের দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার ব্যবস্থা করতে হবে। আমাদের বক্তাবলিতে একটি বুড়িগঙ্গা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ এসে চাকরি করেন। তাই সরকারিভাবে যদি সেই শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করাও আমাদের দাবি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর দূর অবস্থা হয়ে আছে। সেখানে ডাক্তার থাকে না, ওই ডাক্তার অন্য এক জায়গায় গিয়ে ব্যবসা করে। স্বাস্থ্য কমপ্লেক্স গুলো যেন ভালো ভাবে চালানো যায় ও জনগণের স্বাস্থ্যসেবা দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে।