যুব ফেডারেশন পরিচিতিতে আহ্বায়ক সাকিব ‘দুনিয়া শিখবে, যুব সমাজই পাল্টাবে দেশ’
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা কার্যালয়ে, যেখানে নতুন নেতৃত্বের আগমন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সভাটি নবগঠিত আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, যুগ্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান দিপু, এবং অর্থ সম্পাদক শিরিন সুলতানা। এছাড়া, উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, হকার্স সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ জসিমউদ্দিন হিরা, গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, এবং আরও অনেক সংগঠন নেতৃবৃন্দ।
প্রতিটি বক্তা তাদের বক্তব্যে যুব সমাজের জন্য ভবিষ্যত কর্মসূচির কথা তুলে ধরেন এবং নতুন নেতৃত্বের প্রত্যাশা প্রকাশ করেন। সাকিব হোসেন হৃদয় বলেন, আমরা এমন এক সময়ে এই সংগঠনের কাজ শুরু করছি, যেখানে আজকের যুব সমাজকে এটা বোঝানো যে এই দেশ আমাদের। এটাকে আমাদের মনের মতো করে গড়ে তুলতে হবে। আমাদের দেখে সারা দুনিয়া শিখবে যে কীভাবে একটা দেশকে যুব সমাজ গ্রহণ করতে পারে এবং পাল্টে ফেলতে পারে।’
তিনি বলেন, আমাদের মধ্যে যে শক্তি আছে, সৃজনশীলতা আছে, সেটাকে কাজে লাগাতে হবে। শুধু বইখাতাতে লেখার জিনিস না, সেটা প্রকাশ করার জিনিস। এই প্রেক্ষাপটে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজের স্বপ্নকে ধারণ করে বাংলাদেশ যুব ফেডারেশন গড়ে উঠছে। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্ম শুধু দেশের ভবিষ্যৎ নয়—বর্তমান লড়াইয়েরও নেতৃত্বদাতা। সেই নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব আমাদের কাঁধে। আমরা চাই এই সংগঠন হোক একটি মুক্তচিন্তার চর্চা ক্ষেত্র, প্রতিবাদের কণ্ঠস্বর এবং বিকল্প রাজনৈতিক চেতনার বাহক। আমাদের লক্ষ্য কেবল আন্দোলন গড়ে তোলা নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ, যেখানে অংশগ্রহণ, জবাবদিহি ও ন্যায়বিচার থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলেন যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র গাজী রাকিবুর রহমান হিমেল, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য দোলন দাস, কাজী মাশরাফি হোসেনসহ আরও অনেকে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব এবং নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা উপস্থিত ছিলেন, যারা যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশনের মধ্যে আরও নিবিড় সম্পর্কের কথা ঘোষণা করেন।
এদিনের সভাটি নতুন নেতৃত্বের প্রতি যুব সমাজের প্রত্যাশার প্রতিফলন এবং সংগঠনটির পরবর্তী কার্যক্রমের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ার মঞ্চ হিসেবে চিহ্নিত হয়।