যুব কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেল ১২টি সংগঠন
লাইভ নারায়ণগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ২০২৪-২৫ অর্থ বছর থেকে নির্বাচিত যুব সংগঠনগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই বছর নারায়ণগঞ্জ জেলার মোট ১২টি যুব সংগঠন অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ এর সভাপতি ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ-এর হাতে অনুদানের চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক যুব সংগঠনগুলোর সমাজকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উৎসাহিত করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক (ডিডি) হাসিনা বেগম, সহকারী পরিচালক (এডি) মাসুদ, এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সকল উপজেলা যুব উন্নয়ন এর কর্মকর্তাবৃন্দ।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, এই অনুদান যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
