মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
রাজনীতি

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আব্দুস সামাদ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা আব্দুস সামাদ বলেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। খেলাধুলার সাথে জড়িত থাকলে খারাপ কাজ থেকে দূরে থাকা যায়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের এসও পায়রা চত্বর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসও রোড স্টুডেন্ট কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, খেলাধুলা করবে তোমার শরীর স্বাস্থ্যভালো থাকবে, খেলাধুলায় সাথে জড়িত থাকলে মনের ভিতরে খারাপ মানসিকতা ঢুকবেনা। খেলাধুলার পাশাপশি লেখাপড়ায়ও মনোযুগ দিতে হবে, ভালোভাবে লেখাপড়া করে সমাজের উন্নয়ন কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুম হোসেন, মাইনুদ্দিন খাজা ও শেখ ইয়াকুব প্রমূখ। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, মেহেদী হাসান, রিফাত, স্বপন, সাগর, সাফিন, হিমেল, ফারুক, কথন, রোহান, আজমির, রিফাত, সুলতান, সাজ্জাদ ও আলভী।

RSS
Follow by Email