শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
Led01রাজনীতি

যুবদল নেতা রনির উদ্যোগে সড়ক সংস্কার

# বিএনপি বিশ্বাস করে কল্যানের রাজনীতিতে: রনি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মৃত্যুকূপের নাম যেন পঞ্চবটি-বক্তাবলী সড়ক! গত দুই বছর ধরে এই সড়কটি নারায়ণগঞ্জের লাখো মানুষের জন্য ছিল এক বিভীষিকার নাম। বিশেষ করে মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ—এ যেন এক অদৃশ্য ফাঁদ পেতে রেখেছিল। আরসিসি ঢালাই ভেঙে তৈরি হওয়া দানবীয় গর্তগুলো বৃষ্টির পানিতে ড্রেনের ময়লা জল মিশে ধারণ করত এক ভয়ংকর রূপ। ছোট-বড় যানবাহন প্রতিদিন উল্টে যাওয়া ছিল এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা, আর অসহায় মানুষ ভুগছিল সীমাহীন দুর্ভোগে। স্থানীয়দের কাছে এটি ছিল একরকম ‘মৃত্যুকূপ’!

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবসান হলো সেই দুর্ভোগের। কোনো সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত উদ্যোগে সেই দুঃস্বপ্নকে অতীত করে সড়কটি সংস্কার করে দিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তাঁর এই পদক্ষেপ যেন লাখো মানুষের জন্য নিয়ে এলো এক মুক্তির নিঃশ্বাস।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১২টায় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দোয়ার মাধ্যমে সড়কটির সংস্কারকৃত অংশের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার মানুষের চোখে মুখে ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ।

এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, “দীর্ঘদিন ধরে এই ভাঙা সড়ক আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। রনি ভাই নিজের উদ্যোগে কাজটি করে দিয়ে আমাদের বিরাট উপকার করলেন।”

এ সময় মশিউর রহমান রনি বলেন, “বিএনপি বিশ্বাস করে কল্যানের রাজনীতিতে। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, আমি সেই নির্দেশনার বাস্তবায়ন ঘটালাম। আমি আপনাদের এই সড়কটি সংস্কার করে দিতে পেরে আনন্দিত। আগামি দিনেও আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন এবং আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম জসীম, কামাল মাদবর, নূর মোহাম্মদ মাদবর, দীন ইসলাম, মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইস্রাফিল, কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসেন, ফতুল্লা থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, যুবদল নেতা খায়রুল ইসলাম প্রমুখ।

RSS
Follow by Email