রবিবার, মার্চ ৩০, ২০২৫
Led04রাজনীতি

যুবকদের শক্তি ঐক্যবদ্ধ হলে অপশক্তি পালিয়ে যায়: আব্দুল মোমিন

লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামীর মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন বলেছেন, আল্লাহ প্রত্যেক মানুষের সকল কাজের হিসেব নিবেন। কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষ তার যৌবনকাল কোন কাজে ব্যায় করেছে তার হিসেব চাইবেন।

বৃহস্পতিবার (২৭) মার্চ কাশিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুবকদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমিন বলেন, যুবকদের শক্তিকে ইসলামি সমাজ বিনির্মানে কাজে লাগাতে হবে। এ সময় তিনি জুলাই বিপ্লবকে স্মরণ করে দিয়ে বলেন যুবকদের শক্তি ঐক্যবদ্ধ হলে সকল অপশক্তি পালিয়ে যায়।

কাশিপুর ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি উসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা অর্থ সম্পাদক নাসির উদ্দিন খোকন, এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি আওলাদ হোসাইন, মামুন সরকার, শাহেদ প্রমুখ।

RSS
Follow by Email