যুবককে হত্যার চেষ্টা, রূপগঞ্জের শ্রমিকলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: আইয়ুব আলী নামে এক যুবককে হত্যা চেষ্টার মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের মধ্যে একজন হলেন শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী (৫১) ও অপর জন ছাত্রলীগ নেতা জামান মোল্লা (২৮)।
শনিবার (৫ অক্টোবর) রাতে আড়াইহাজারের তারাবো ও পলখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী তারোবো পৌরসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছে, তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে সে। এবং জামান মোল্লা দাউদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদে রয়েছে, সে পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে।
এব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলি লাইভ নারায়ণগঞ্জকে জানান, শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌঁছুলে আসামিরা আইয়ুব আলীর উপর হামলা চালায়। এসময় সে গুরুতর আহত হয়ে পড়লে, স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।