যারা মাদক ব্যবসা-চাঁদাবাজি করে তাদের ছাড় দেওয়া হবে না: মাজেদুল ইসলাম
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, যারা মাদক ব্যবসা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা মানুষের বাড়িঘরে যেয়ে চাঁদাবাজি করে তাদের কে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১০মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিনপাড়া শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাজেদুল ইসলাম বলেন, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন আমি আপনাদের বলে দিতে চাই কেউ যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে আপনারা আমাকে যানাবেন আমরা থানা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যবস্থা নিবো। এই এলাকায় অনেক ভালো মানুষ আছে তাদের কে সাথে নিয়ে আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে সুন্দর একটি জালকুড়ি গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ জাহান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, এ্যাডঃ শাহাজাদা দেওয়ান ও ইউসুফ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানটির আয়োজন করেন, আব্দুস সামাদ, আলী হোসেন ও মহল্লাবাসী।