শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
রাজনীতি

যারা বলেছিলো আমাদের ঘর থেকে এনে পেটাবেন, তারাই আজ ঘর ছাড়া: সাকিব

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাকিব মোহাম্মদ রাইয়্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সংগ্রামের নাম একটি ইতিহাসের নাম। স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৮৯ এর প্রতিষ্ঠায় ১৯৯০ ও ২০০১ সর্বশেষ ২০২৪ সালের ৫ই আগষ্টের যে গণঅভুন্থানে ছাত্রদল সরাসরিভাবে রাজপথে জীবন দিয়েছে। কিছু কিছু নেতা গত ৫ আগষ্টের পূর্বে এই মদনপুর স্ট্যান্ডে দাড়িয়ে বলেছিলেন আমাদেরকে ঘর থেকে ধরে এনে পেটাবেন। ইতিহাস কি নির্মম দেখেন আজকে আপনারা ঘর ছাড়া হয়ে গেছেন। নারায়ণগঞ্জে অর্ধলক্ষ মানুষের বসবাস আপনারা হাতে গনা কয়েকজন কোথায় গেলেন রাতারাতি আপনাদেরকে দেখা যায় না।

বুধবার (১ জানুয়ারী) বিকালে মদনপুর দেওয়ানবাগের সামনের মহাসড়কে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, গত ৫ আগষ্টের পূর্বে অনেকেই বড় মুখে বলেছিলেন ‘খেলা হবে’ কোথায় আপনারা আমরা আপনাদের সাথে খেলার জন্য প্রস্তুত। কিন্তু আপনারা নেই আপনারা হুঙ্কার দিয়ে ঘর ছেড়ে পালিয়েছেন। ৫ আগষ্টের পর আমাদের সাফল্যকে যারা দমিয়ে রাখতে চায় তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বলে দিতে চাই কেউ কিন্তু পাড় পাবেন না। আমরা গত ১৫ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। অনেকেই মামলা-হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চেষ্টা করেছেন কিন্তু আমরা ধমে যাই না। কোন মামলা-হামলা দিয়ে ও আমাদের মনোবল ভাঙতে পারেননি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম যার প্রমান আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আর আমাদের নেতা তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে তার সাথে তাল মিলিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষির্কীতে আমরা অঙ্গিকার করতে চাই যারা বিগত দিনে চাঁদাবাজি ও লুটপাট করেছে আমরা তাদেরকে রুখে দিবো।

এ সময় উপস্থিত ছিলো বন্দর থানা, বন্দর উপজেলা, সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানাসহ প্রত্যোকটি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।

RSS
Follow by Email