শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led04রাজনীতি

যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, তাদের নৈতিক শিক্ষা ছিল না: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। যারা স্বৈরাচারী হতে চায়, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। কারণ শেখ হাসিনাও ২০৪১ সাল পর্যন্ত স্বপ্ন দেখলেও দেশের জনগণ তা হতে দেয়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। গত বছর এভাবে কোনো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনা তার দলীয় বাহিনী দিয়ে ২০৪১ সালের স্বপ্ন দেখেছিল। কিন্তু এত আয়োজনের পরেও তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।”

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ছিল না। এ কারণেই আমাদের দেশ নিঃস্ব হয়ে যাচ্ছে।” তিনি আল্লাহর রাসূলের উদাহরণ দিয়ে বলেন, আমাদের জীবন তাকওয়ার ওপর পরিচালিত হলে পরকালের জীবন জান্নাতি হবে।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আবু সাইদ, মুগ্ধ যখন প্রাণ দিয়ে তোমাদের ওপর দেশ অর্পণ করেছে, তখন নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।”

RSS
Follow by Email