শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

যারা গডফাদারদের দালালি করেছে, তাদের প্রশ্রয় দিবেন না: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও সমাবেশে করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ডনচেম্বার এলাকায় ওই সমাবেশ করেন। পরে মিশনপাড়া এলাকা থেকে র‌্যালি নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মামুনুল হক বাবুর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু ।

এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, স্বেচ্ছাসেবক দলকে আগামী প্রজন্মকে জানিয়ে দিতে হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কি। বিগত ১৬ বছরের যারা জন্ম নিয়েছে তাদেরকে জানাতে হবে। ১৯৭৫ সালে সাবেক সেনা প্রধান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ৭ নভেম্বর কারাবন্দি করে রেখেছিলেন। সেদিন দেশপ্রেমিক, জিয়ার সৈনিকেরা একত্রিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারামুক্ত করে আধিপত্যবাদ বাংলাদেশের শাসন ব্যবস্থা তাঁর কাধে তুলে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান সেদিন আধিপত্যবাদ লাথি মেরে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় এবং ইসলামী মূল্যবোধের বৃদ্ধিতে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন,আগামীর প্রজন্ম জানেনা কারণ গত ১৬ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করেছে। স্বাধীনতার সার্বভৌম থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছে। তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। তাই আগামী প্রজন্মকে জানিয়ে দিতে হবে স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের কথা। ১৬ বছর খুনি হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাক স্বাধীনতাকে হরণ করেছে, সংবাদ পত্রের স্বাধীনতা হরণ করেছে। বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে।

তাই আমাদের তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিতে হবে, সংবাদ পত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করতে হবে। দেশের বেকার সমস্যা সমাধানের জন্য তারেক রহমান আগামীতে ৩১ দফা দাবি নিয়ে আসছেন। আমাদের সেই দাবি বাস্তবায়ন করে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে নারায়ণগঞ্জে যারা গডফাদার ছিলেন, যার খুন, গুম, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড করে গেছেন, সেই গডফাদারের দোসরদের হাত ভেঙ্গে দিতে হবে। এছাড়া যারা গত ১৬ বছর তথাকথিত বিএনপি জাতীয় পার্টির, আওয়ামী লীগের গডফাদারদের দালালি করেছে। তাদেরকে আপনারা কোন প্রশ্রয় দিবেন না।

এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email