যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ-সুবিধা নিচ্ছে: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ২০২৪ সালে স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বিশ্বাস করেন, দেশের জনগণ গভীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিচালনার দায়িত্ব নেবেন।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত এক বিশাল র্যালির শেষে ফতুল্লা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমরা জানি সিপাহী জনতার বিপ্লব যেটা হয়েছিল, দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য ধ্বংস করার জন্য উচিত। সেই দিন জনগণ যেই ভূমিকা দেখেছে, নেতৃত্বে অভীষ্ট হয়ে আমাদের প্রিয় নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের কারণে ধারাবাহিকতায় দেশ এগিয়ে গিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।”
তিনি বলেন, “এখন সমগ্র জাতি গভীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমাদের দেশের দেশ পরিচালনা করার দায়িত্বের জন্য।”
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনে সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে দেশের জনগণ সুষ্ঠুভাবে তারেক রহমানের নির্বাচনে ভোট দিয়ে আগামী দিন তাকে আবার তার মাতা-পিতার মতো দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ।”
তিনি স্বাধীনতার বিরোধীদের কঠোর সমালোচনা করে বলেন, “স্বাধীনতার বিরোধী যারা, স্বৈরাচার যারা, যারা প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এবং যারা ক্ষমতায় যেতে পারবে না, (তারা) রাজনৈতিক দলের নাম দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছে।”
ফতুল্লা থানা বিএনপির আয়োজনে বিশাল এই র্যালিটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইঁগড়, সাইনবোর্ড হয়ে আবার নতুন কোর্টে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ হাজার হাজার নেতাকর্মী।
